আজকের আমরা জানবো Airtel Xstream Fiber ও Air Fiber এ Plan এর সাথে পাওয়া OTT’s গুলি কিভাবে Claim করতে হয়। ও সেগুলি কীভাবে টিভিতে ও মোবাইলে দেখা যায়।
Airtel Xstream Fiber ও Air Fiber এ Plan এর সাথে পাওয়া OTT’s গুলো দেখার করার জন্য, প্রথমে Google Play Store থেকে “Airtel Thanks” অ্যাপ্লিকেশনটি Download করতে হবে।
তারপর Airtel Thanks App এ গিয়ে রেজিস্টার ফোন নাম্বারটি দিয়ে Login করতে হবে।
রেজিস্টার ফোন নাম্বার দিয়ে “Airtel Thanks” অ্যাপ্লিকেশনটি Login করার পর Phone এর বাঁদিকে থাকা “Account Symbol” এ ক্লিক করতে হবে।
“Account Symbol” এ Click করার পর সেখান থেকে “Rewards & OTTs” Option টি Select করে “Claim OTTs & More” এ Click করতে হবে।
“Claim OTTs & More” এই Option এ ক্লিক করার পরেই আপনার Airtel প্ল্যানের সাথে পাওয়া OTT’s গুলো দেখতে পেয়ে যাবেন।
প্রাপ্ত OTT’s গুলির সাথে “Claim Now” Option এ ক্লিক করার পরেই ওই OTT টির Subscription টি আপনি পেয়ে যাবেন।
Netflix, Amazon Prime ও Disney+ HotStar এই সমস্ত OTT’s অ্যাপ্লিকেশন গুলি রেজিস্টার ফোন নাম্বার দিয়ে OTP দ্বারা Login করলে আপনার টিভিতে বা ফোনে আপনি Web Content গুলি দেখতে পাবেন।
বাকি OTT’s অ্যাপ্লিকেশন গুলি [ex: ZEE5, SonyLIV, HoiChoi etc] “Airtel Xstream Play”Application এর মধ্যেই দেখতে পাবেন।
1 thought on “How to Claim Airtel OTT’s: Bengali Version”
GOOD INFORMATION